ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৫, ১৭ মে ২০২০

দুই মাসের বকেয়া, শতভাগ বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের হোতাপাড়া এলাকায় বিক্ষোভ করেছে এলিগ্যান্ট গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১৭ মে) দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়। 

পুলিশ জানায়, গাজীপুরের হোতাপাড়া এলাকায় এলিগ্যান্ট গ্রুপের ওই পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও শতভাগ বেতনের দাবিতে মনিপুর–হোতাপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। 

শ্রমিকদের অভিযোগ, কারখানায় নিয়মিত কাজ করেও শতভাগ বেতন নিয়ে টালবাহানা করছে। বেতনের পাশাপাশি ঈদ বোনাস পরিশোধের দাবিও জানিয়েছে তারা। 

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন চলাকালে  কারখানায় যারা কাজ করতে পারেননি, বিজিএমইএ’এর সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র তারাই বেতনের ৬০ শতাংশ  পাবে। বাকী শ্রমিকরা শতভাগ বেতন পাবে। কারখানা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত মেনে নিলে শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি