ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

এসএসসি ৮৯’ ব্যাচ শিক্ষার্থীদের খাদ্যসামগ্রী বিতরণ

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৫, ১৭ মে ২০২০

শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বামনেরচর গ্রামে দরিদ্র অসহায় নারী পুরুষের মাঝে খাদ্য এ সামগ্রী বিতরণ করেছে জেলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৯’ব্যাচ। 

রোববার দুপুরে ৫০ জন দরিদ্র অসহায় মানুষের মাঝে বামনেরচর গ্রামে খাদ্যসামগ্রী তুলে দেন তারা।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেককে ৫ কেজি করে চাল, ১ কেজি মশুর ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ৫০০গ্রাম  চিনি, ৫০০ গ্রাম সেমাই, ১ টি কাপড় কাচা সাবান, ১টি স্যাভলন সাবান ও ১টি করে মুরগী দেয়া হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে শেরপুর প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, এসএসসি ৮৯ ব্যাচের শিক্ষার্থী ইশরাত তামান্না ইরা ও রওশন আরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি