ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

দোহারে একদিনেই আক্রান্ত ১৬ পুলিশ সদস্য

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১০:৩৪, ১৮ মে ২০২০

ঢাকার দোহার উপজেলায় গত ২৪ ঘণ্টায় ১৬ পুলিশ সদস্যসহ ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ জনে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন দুইজন।

রোববার রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

তিনি জানান, ‘নতুন করে আক্রান্ত ১৭ জনের মধ্যে ১৬ জনই দোহার থানা পুলিশের সদস্য। আক্রান্ত আরেকজন উপজেলার দুবলি বাজারের একজন পল্লী চিকিৎসক।’

সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু আক্রান্তের সংখ্যা বাড়ছে সেহেতু সবাইকে ঘরে থাকতে হবে। প্রয়োজনে বাইরে আসলেও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

দোহার থানার ওসি (তদন্ত) আরাফাত হোসেন জানান, ‘দোহার থানায় আক্রান্ত ১৬ জন পুলিশ সদস্যের মধ্যে একজন পুরুষ এএসআই ও একজন নারী এএসআই, বাকি ১৪ জন কনস্টেবল।’

তিনি বলেন, প্রশাসন নিজেদের দায়িত্ববোধ থেকে করোনা পরিস্থতি নিয়ন্ত্রণে হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত, বাজার ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ প্রতিটি ক্ষেত্রে সামনে থেকে লড়াই করছে। যে কারণে পুলিশে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি