ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বরিশালে করোনায় আক্রান্ত আরও ৭

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১২:২৩, ১৮ মে ২০২০

বরিশালে নতুন করে আরও ৭ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এতে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেকই সুস্থ হয়েছেন। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। 

নতুন আক্রান্তদের মধ্যে নগরীর গোড়া চাঁদ দাস রোডের বাসিন্দা তিনি দৈনিক আজকের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, নগরীর সাগরদী-নাজির মহল্লায় ২, মুলাদী ও বানারীপাড়া উপজেলায় ২ এবং উজিরপুরে দুইজন।

আজ সোমবার পর্যন্ত বরিশাল জেলায় ২৭ জন নারী এবং ৫৩ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। 

এর মধ্যে স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসক,  নার্স, পরিবার পরিকল্পনা পরিদর্শক, মেডিকেল টেকনোলজিস্টসহ করোনার শিকার হয়েছেন ১৭ জন। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি