ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুজিব কোট’ পেল সুনামগঞ্জের মুক্তিযোদ্ধারা

সুনামগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:০৬, ১৮ মে ২০২০

Ekushey Television Ltd.

সুনামগঞ্জের তাহিরপুরে শহীদ, প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাগণের মাঝে মুজিব কোট ও চাদর দেয়া দেয়া হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ উপহার দেয়া হয়। 

রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজেন ব্যানার্জী মুক্তিযোদ্ধাদের হাতে এসব উপহার তুলে দেন।

উপজেলার সাত ইউনিয়নের ১৩২ জন মুক্তিযোদ্ধার প্রত্যেককে একটি করে মুজিব কোট, প্রয়াত ও শহীদ মুক্তিযোদ্ধা ১১৮ পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারে একটি করে গাঁয়ের চাদর উপহার হিসাবে দেয়া হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, ‘মুজিব বর্ষের উপহারগুলো স্বাধীনতা দিবসে বিতরণ করার কথা থাকলেও বৈশ্বিক মহামারি করোনার কারণে অনেকটা বিলম্ব হয়। তাই, উপহারগুলো আড়াই শতাধিক শহীদ, প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাগণের মধ্যে বিতরণ করা হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি