ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় কৃষককে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৫, ১৮ মে ২০২০

কুমিল্লায় পূর্ব শত্রুতার জের ধরে নজরুল ইসলাম নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকালে জেলার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। 

দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ঘাতক বশিরকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, প্রায় ২ বছর ধরে জয়পুর গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে কৃষক নজরুল ইসলামের সাথে প্রতিবেশী মৃত আবদুল বারেকের ছেলে বশির আহমেদের পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ সকালে বশির নজরুলকে ঘর থেকে ডেকে এনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হোমনা থানার ওসি মো. আবুল কায়েস আকন্দ জানান, ‘পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পাশাপাশি ঘাতক বশিরকে গ্রেফতার করা হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি