ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিলিতে কলেজের বারান্দায় অজ্ঞাত অসুস্থ নারী

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২০, ১৮ মে ২০২০

কলেজের বারান্দায় পড়ে থাকা অজ্ঞাতনামা সেই নারী- ছবি একুশে টিভি।

কলেজের বারান্দায় পড়ে থাকা অজ্ঞাতনামা সেই নারী- ছবি একুশে টিভি।

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে অসুস্থ অবস্থায় হাকিমপুর ডিগ্রি কলেজের বারান্দায় পড়ে থাকা অজ্ঞাতনামা (৩৫) এক নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে প্রশাসন। 

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় কলেজের বারান্দা থেকে ওই নারীকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম। 

জানতে চাইলে, বাড়ি কুষ্টিয়া জেলাতে বলতে পারলেও আর কিছু জানাতে পারেনি ওই নারী। এদিকে সকাল থেকে ওই নারী সেখানে পড়ে থাকলেও করোনার ভয়ে কেউ তার সাহায্যে এগিয়ে আসেন নি।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, সোমবার সকালের দিকে হাকিমপুর ডিগ্রি কলেজের বারান্দায় এক নারী পড়ে আছে এবং সে রক্ত বমি করছে। স্থানীয় এক যুবক বিষয়টি দেখতে পেয়ে আমাকে অবহিত করেন। সাথে সাথে কলেজে উপস্থিত হই এবং তাকে প্রচণ্ড অসুস্থ অবস্থায় দেখতে পাই। তার সাথে কথা বলি। তার বাড়ি কোথায় জানতে চাইলে শুধুমাত্র কুষ্টিয়াতে বললেও আর কিছু বলতে পারেনি। পরে তাকে চিকিৎসার জন্য হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি