ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা উপসর্গে ইউপি চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫১, ১৮ মে ২০২০ | আপডেট: ২০:৫৩, ১৮ মে ২০২০

নরসিংদী জেলা সিভিল সার্জন কার্যালয়।

নরসিংদী জেলা সিভিল সার্জন কার্যালয়।

Ekushey Television Ltd.

নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে সদর উপজেলার মহহিষাসুরা ইউপি চেয়ারম্যানের স্ত্রী সাহেরা আক্তার সায়লা (৪২) নামে আরও একজনের। আজ (১৮ মে) বিকাল ৩টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। 

জেলা করোনা প্রতিরোধ সেল-এর কুইক রেসপন্স টিমের আহ্বায়ক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতের স্বামী ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, সাহেরা আক্তারের গত ২-৩ দিন ধরে হালকা জ্বর, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। এসব উপসর্গ দেখা দিলেও সাধারণ জ্বর মনে করে পাত্তা দেয়নি সে। আজ সোমবার আড়াইটার দিকে তার হঠাৎ প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হলে বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে করোনা প্রতিরোধ সেল-এর লোকজন এসে তার স্যাম্পল সংগ্রহ করে নিয়ে গেছে।

করোনা প্রতিরোধ সেল-এর কুইক রেসপন্স টিমের আহ্বায়ক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া জানান, করোনা উপসর্গ দেখা দিলেও তিনি তা গোপন করেন। বিকেলে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে। এ নিয়ে জেলায় ৫ জনের মৃত্যু হলো বলেও জানান তিনি।  

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি