ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

ঢামেকে করোনা উপসর্গে যুব উন্নয়ন কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৭, ১৮ মে ২০২০ | আপডেট: ২১:১৮, ১৮ মে ২০২০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি চিত্র।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি চিত্র।

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

জানা গেছে, তার পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় হলেও তিনি পরিবারের সাথে রাজধানীর রামপুরা এলকায় বসবাস করতেন। 

আশুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৬ মে সন্ধ্যায় জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হন তিনি। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কীনা, সেটি এখনও নিশ্চিত নয়। নমুনা সংগ্রহ করা হয়েছে, মঙ্গলবার তার পরীক্ষার রিপোর্ট আসবে। 

জানা গেছে, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সর্বশেষ গত ২৫ মার্চ অফিস করেছিলেন। এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজিমুল হায়দার সাংবাদিকদের বলেন, গত মার্চেই ছুটিতে তিনি ঢাকায় চলে যান। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। সোমবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোঃ একরাম উল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি