ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বেনাপোলের একুশে টেলিভিশন প্রতিনিধির মায়ের মৃত্যু 

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৮, ১৯ মে ২০২০

আমেনা খাতুন

আমেনা খাতুন

একুশে টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি মো. জামাল হোসেনের মা আমেনা খাতুন আর নেই। 

সোমবার (১৮ মে) রাত ১১টা ১৫ মিনিটে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের করোনারী ইউনিটে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি (ইন্নালিল্লাহে---রাজেউন)। 

এর আগে ওইদিন সন্ধ্যার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে করে যশোরে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ৫ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আজ মঙ্গলবার সকাল ১০টায় বেনাপোল রেল স্টেশন জামে মসজিদে নামাজে জানাজা শেষে গাজীপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি তার মায়ের জন্য সকলের নিকট চেয়েছেন। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি