ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বগুড়ায় পুলিশ ডাক্তারসহ ১০জন করোনায় আক্রান্ত

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৭, ১৯ মে ২০২০

বগুড়ায় চিকিৎসক, পুলিশ ও কারারক্ষীসহ ১০ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গতকাল সোমবার (১৮ মে) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে পাওয়া ১৮৮ নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ায় নতুন করে ১০জন করোনা শনাক্ত। আক্রান্তদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের একজন রেজিস্ট্রার, কাহালু থানার একজন পুলিশ সদস্য মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এক সদস্য, বগুড়া জেলা কারাগারের একজন কারারক্ষী। বগুড়ার শেরপুরের এক ক্লিনিক কর্মচারী, গাজীপুরের টঙ্গী থেকে আসা সারিয়াকান্দি উপজেলার নারচি গ্রামের এক ব্যক্তি, গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ি এলাকার ঢাকা ফেরত এক নারী, শিবগঞ্জ উপজেলার শচিয়ানী গ্রামের ঢাকা ফেরত এক ব্যবসায়ী, ইউনিলিভারে কাজ করেন ঢাকা ফেরত বগুড়া সদরের এক ব্যক্তি এবং সদরের আরও ব্যক্তি স্থানীয় ভাবে আক্রান্ত হয়েছেন।

ডেপুটি সিভিল সার্জন আরও জানান, বগুড়ায় মোট ৮৮জন আক্রান্ত। এদের মধ্যে ১১জন সুস্থ হয়েছেন। বগুড়া শহরের ফুলতলা এলাকার ঢাকা ফেরত করোনায় আক্রান্ত এক ব্যক্তি সোমবার সুস্থ হয়ে উঠেছেন।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি