ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

স্পিক্সের ম্যাকাও পাখি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ২৮ এপ্রিল ২০১৮

পৃথিবীর সবচেয়ে দুর্লভ পাখিদের একটি স্পিক্সের ম্যাকাও পাখি। টিয়া গোত্রীয় এ প্রজাতি ব্রাজিলের স্থানীয় বাসিন্দা। ১৮১৯ সালে ব্রাজিল থেকে এদের একটি নমুনা সংগ্রহ করেন জার্মান প্রকৃতিবিদ জোহান ব্যাপ্টিস্ট ভন স্পিক্স। আর তাই তারই নামানুসারে এদের নামকরণ হয়- স্পিক্সের ম্যাকাও।

লিটল ব্লু ম্যাকাও নামেও পরিচিত এরা। আকারে এরা অন্যান্য বড় ম্যাকাওয়ের চেয়ে ছোট। এদের গড় ওজন ৩০০ গ্রাম। এরা সাধারণত বিভিন্ন ধরনের বীজ ও বাদাম জাতীয় ফল খেয়ে বেঁচে থাকে।

আইইউসিএনের তথ্যমতে, স্পিক্সের ম্যাকাও বর্তমানে বিলুপ্তপ্রায়। ব্রাজিলের বাহিয়া রাজ্য এবং এর আশপাশের এলাকাগুলোতেই আগে এদের দেখা যেত। কিন্তু অধিকহারে বৃক্ষ নিধন, বনভূমি ধ্বংস, স্পিক্সের ম্যাকাওদের বাসার কাছাকাছি মানুষের বসতি স্থাপনসহ নানাবিধ কারণে বর্তমানে বুনো প্রকৃতি থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে এরা। সর্বশেষ ২০১৬ সালে দেখা গিয়েছিল।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি