ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

গাইবান্ধার বালুচর এখন সবুজের সমারোহ (ভিডিওি)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ৩ মে ২০১৮ | আপডেট: ০৯:৪১, ৩ মে ২০১৮

গাইবান্ধার বিরান বালুচরে এখন সবুজের সমারোহ। নিজেদের মেধা আর শ্রম দিয়ে চরাঞ্চলের মানুষ পাল্টে দিয়েছে চরের চিত্র। এখন ধানসহ সব ধরনের মৌসুমী সবজির চাষ হয় এখানে। নতুন পদ্ধতির চাষাবাদে আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে চরের মানুষজনের।

গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জের এসব চরাঞ্চল এক সময় ছিলো বিরান ভূমি। উৎপাদন হতো শুধু চিনা বাদাম ও কাউন।

বর্তমানে এসব চরের ১৮ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফসল আবাদ হচ্ছে। মাচানে ঝুলছে লাউ, কোথাও ফলেছে মিষ্টি কুমড়া। এছাড়া ধান, বাদাম, মরিচ, পেঁয়াজ, বিভিন্ন রকম শাক, গম ও ভুট্টাসহ নানা ধরনের মৌসুমী শাকসবজি চাষ করছেন চরাঞ্চলের কৃষক।

বর্ষা মৌসুমের তিন মাস ছাড়া বাকি নয় মাসই বিভিন্ন ফসল হচ্ছে চরের জমিতে।

এ’সব ফসল চরাঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা।

গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীবেষ্টিত চরাঞ্চল রয়েছে ১৮০টি।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি