ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

১ লাখ ১৫ হাজার কৃষকের নামে সার্টিফিকেট মামলা [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ২৪ জুলাই ২০১৮

কৃষি ঋণ নিয়ে ফেরত দিতে না পারায় বর্তমানে প্রায় ১ লাখ ১৫ হাজার কৃষক সার্টিফিকেট মামলায় ভুক্তভোগী। যদিও এই মামলায় মোট অর্থের পরিমান ৩৬০ কোটি টাকার মতো।

গবেষণা সংস্থা- সিপিডি বলছে, ঝুঁকি নিরূপণ করে ঋণ দিলে কৃষক সার্টিফিকেট মামলা থেকে অনেকাংশেই রেহাই পাবে।

আর প্রান্তিক কৃষকদের জন্য আইন সহজ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী।

তবে বেশিরভাগ ক্ষেত্রে আর্থিক সক্ষমতার অভাবে কৃষকরা ঋণ ফেরত দিতে পারেন না। তাই ক্ষতিগ্রস্ত কৃষকদের সুরক্ষা দেওয়ার বিষয়টি ভেবে দেখা দরকার বলে মনে করেন গবেষকরা।

অর্থনীতিবিদরা বলছেন, কৃষিঋণকে আরো কার্যকরভাবে কাজে লাগানোর কথা এখনই ভাবতে হবে।

আইনটি অনেক পুরনো উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, কৃষকের স্বার্থে আইন যুগোপযোগি করা প্রয়োজন। এ’জন্য সরকার কাজ করছে বলেও জানান তিনি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি