ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

স্বপ্ন দেখছেন জামালপুর সরিষা চাষীরা (ভিডিও)

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ১৩ জানুয়ারি ২০২১

অনুকূল আবহাওয়ায় জামালপুরে ভালো হয়েছে সরিষা। গেল বছরের বন্যার ক্ষতি পুষিয়ে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা। তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে রয়েছে সংশয়।

চারদিকে হলুদ ফুলের সমারোহ, কৃষকের চোখে আনন্দের ঝিলিক।

জেলায় গত মৌসুমের চেয়ে এবার ৩১০ হেক্টর বেশি জমিতে সরিষা আবাদ হয়েছে। অনুকূল পরিবেশ আর ভালো জাতের বীজ সহজলভ্য হওয়ায় ভালো ফলনের আশা করছেন চাষীরা। 

চাষীরা জানান, কোন সমস্যা নেই, শান্তশিষ্ট পরিবেশে এবার সরিষার আবাদ করতে পেরেছি। সরিষাও ভাল হয়েছে, যদি দাম ঠিক করে দেওয়া হয় তাহলে আমরা কিছু লাভবান হতে পারি।

কৃষি বিভাগ বলছে, রোগ-বালাই না হওয়ায় এবার সরিষার আবাদ বেশি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আমিনুল ইসলাম বলেন, চেষ্টা করেছি যে কৃষকরা সাধারণ সরিষা আবাদ না করিয়া এটা যেন বীনা-৯ আবাদ করে। এবারে ধান রোপণ দেরি হওয়ার কারণে টার্গেট পূরণ করতে পারিনি। কিন্তু গত বছরের তুলনায় প্রায় ৩১০ হেক্টর বেশি জমিতে সরিষা আবাদ করা হয়েছে।

জামালপুরের ৭ উপজেলায় ২১ হাজার ৮৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
ভিডিও :


এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি