ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

গাইবান্ধার চরে ব্যাপক ভুট্টার আবাদ (ভিডিও)

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৭, ১৩ মার্চ ২০২১

কম খরচে লাভ ও ফলন ভালো হওয়ায় গাইবান্ধার চার উপজেলার চরাঞ্চল ও অনাবাদী জমি জুড়ে ব্যাপক হারে হাইব্রীড ভুট্টার আবাদ হয়েছে। আশার আলো দেখছেন লক্ষাধিক ভুট্টা চাষী।

গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, পলাশবাড়িসহ ৭ উপজেলার বিস্তীর্ণ এলাকায় চাষ হয়েছে ভুট্টার। প্রতি বিঘা চাষে খরচ ৯ থেকে ১০ হাজার টাকা। উৎপাদন হয় ৪০ মণ ভুট্টা। 

খরচ কম, লাভ বেশি তাই কেউ জমি ফেলে রাখতে রাজি নয়। আগের চেয়ে এবার আরও বেশি চাষাবাদ হয়েছে হাইব্রীড জাতের ভুট্টা। এবার ফলন ভালো এবং ও ভালো দামের আশায় চাষীরা।

ভুট্টা চাষীরা জানান, এবার যে জাতটা পাওয়া গেছে বীজ-৭৭ ইউরিকা, এই জাতটা খুবই ভাল। এই ভুট্টা চাষ খরচের তুলনায় ফলন অনেক বেশি হয়। এবার মনে হয় অনেক লাভবান হবো, দুই থেকে তিন লাখ টাকা বিক্রির আশা করছি।

এবছর গাইবান্ধার সবগুলো উপজেলা ছাড়াও ভুট্টার আবাদ হয়েছে চরাঞ্চলে। কৃষি বিভাগ থেকে দেয়া হচ্ছে সহযোগিতা। 

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মাসুদুর রহমান বলেন, প্রণোদনা এবং পুনর্বাসনের মাধ্যমে আমরা তাদেরকে সহায়তা করেছি বীজ এবং সার দিয়ে। এছাড়াও মাঠ পর্যায়ে উপ-সহকারীরা ভুট্টা চাষে কলাকৌশল দিয়ে সহায়তা করেছেন কৃষকদের।

গাইবান্ধা জেলায় এবার ১৫ হাজার হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। 
ভিডিও :

এএইচ/এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি