ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

জয়পুরহাটে কমলা চাষে সফলতার হাতছানি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ১৩ ডিসেম্বর ২০২২

জয়পুরহাটে কমলা চাষ করে সাফল্য পেয়েছেন সৌখিন কৃষক রওশন জামিল ও এমরান হোসেন। ধান আর আলুর জন্য বিখ্যাত জয়পুরহাটে তাদের এ সফলতা ব্যাপক সাড়া ফেলেছে কৃষকদের মাঝে। 

ক্ষেতলাল উপজেলার সমন্তাহার গ্রামের রওশন জামিল এবং আক্কেলপুর উপজেলার ভিকনি গ্রামের এমরান হোসেন নিজ উদ্যোগে গড়ে তুলেছেন চায়না জাতের কমলা বাগান। 

দুই বছর পরিশ্রমের পর রওশনের ৪ বিঘা এবং এমরানের ১ বিঘা কমলার বাগানে এবারই প্রথম ফল এসেছে। 

বাগান থেকেই ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তাদের কমলা। 

সমতল মাটিতে কমলা চাষের এমন সফলতা স্বপ্ন দেখাচ্ছে অন্য কৃষকদেরও। 

কমলা চাষ করে নিজেদের পাশাপাশি বেকারদের স্বাবলম্বী করার প্রত্যাশার কথা জানান সফল কৃষক রওশন ও এমরান।

কৃষি বিভাগের সার্বিক সহযোগীতায় এর ব্যপ্তি আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।

অর্থকরী ফল কমলা চাষে কৃষকদের স্বাবলম্বী করতে এগিয়ে আসবে কৃষি বিভাগ, এমন প্রত্যাশা সবার।

এসবি/ 
     


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি