বাড়ির আঙিনায় পুষ্টি বাগান (ভিডিও)
প্রকাশিত : ১৫:৩৪, ১৩ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৯:০৬, ১৩ ডিসেম্বর ২০২২
বাড়ির চারপাশে শুধু সবুজের সমারোহ। বিভিন্ন ধরনের শাক, শিম, বরবটি, লাউ, কুমড়া কী নেই বাড়ির আঙিনায়! এক ইঞ্চি জমিও অনাবাদী থাকবে না, প্রধানমন্ত্রীর এমন নির্দেশনারই প্রতিফলনই যেনো ফুটে উঠেছে।
এরইমধ্যে টাঙ্গাইলে জনপ্রিয় হয়ে উঠেছে এই ‘পারিবারিক পুষ্টি বাগান’। জেলার দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়নের মোট ১০০টি পরিবারে গড়ে উঠেছে এই উদ্যোগ।
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু কৃষি উৎসব উপলক্ষে ‘পারিবারিক পুষ্টি বাগান’ স্থাপনের এই কার্যক্রম শুরু করেছে কৃষি বিভাগ। এজন্য প্রত্যেক পরিবারকে বিনামূল্যে বীজ সারসহ অন্যান্য সকল উপকরণ দেয়া হয়েছে।
আপস
এখন পরিবারের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণের পর বাড়তি সবজি বিক্রি করে আয়ও করতে পারছেন গ্রামের মানুষেরা।
ভক্সপপ
কৃষি বিভাগের সহযোগিতা পাওয়ায় এখন অন্য পেশার মানুষও আগ্রহী হচ্ছেন নিজ আঙিনায় চাষাবাদে।
সকলের সহযোগিতা ও পরিশ্রমে ‘পারিবারিক পুষ্টি বাগান’ কর্মসুচী সফল হলে সত্যি সত্যিই দেশের এক ইঞ্চি জমিও অনাবাদী থাকবে না বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা।
এসবি/
আরও পড়ুন