পটুয়াখালীতে সাড়ে চারশ’ কোটি টাকার মুগ ডাল উৎপাদন (ভিডিও)
প্রকাশিত : ১২:৪২, ১৭ মে ২০১৮ | আপডেট: ১০:০৮, ৩০ মে ২০১৮
পটুয়াখালীতে এবার প্রায় সাড়ে চারশ’ কোটি টাকার মুগ ডাল হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলার সর্বত্র কৃষকরা এখন ব্যস্ত মুগ চাষে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশে উৎপাদিত মুগ ডালের প্রায় অর্ধেক হয় উপকূলীয় জেলা পটুয়াখালীতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এবার পটুয়াখালীতে ৮২ হাজার ৯শ’ ৪০ হেক্টর জমিতে মুগ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে আরো বেশি।
কম খরচ ও পরিশ্রমে বেশি ফসল পাওয়ায় মুগ চাষে ঝুকছেন চাষীরা। আবহাওয়া অনুকূলে থাকলে
পটুয়াখালীতে উৎপাদিত মুগ ডাল দেশের গন্ডি পেরিয়ে রপ্তানী হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা।
উৎপাদন খরচ কম হওয়ায় মুগ চাষে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষীরা।
আরও পড়ুন