ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

(ভিডিও)

ভরা মৌসুমেও লক্ষ্মীপুরের মেঘনায় মিলছে না ইলিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ২৯ জুন ২০১৮ | আপডেট: ১৫:৪৪, ২৯ জুন ২০১৮

ভরা মৌসুমেও লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশের দেখা না পেয়ে হতাশ জেলেরা। জালে মাছ ধরা পড়ছে না। ফলে মহাজনদের দাদন ও এনজিও থেকে নেওয়া লাখ লাখ টাকা ঋণের বোঝা মাথায় করে দিন কাটছে তাদের। বেকার হয়ে পড়ছেন হাজার হাজার জেলে।

জুন থেকে আগস্ট মেঘনায় মাছ শিকারের ভরা মৌসুম। কিন্তু এ বছর  নদীতে তেমন মাছ না থাকায় হতাশ জেলেরা। ভরা মৌসুমেও মিলছে না রুপালী ইলিশের দেখা।

জেলেরা বলছেন, দিন রাত নদীতে জাল ফেলে যে পরিমাণ মাছ পাচ্ছেন তা বিক্রি করে পরিবার নিয়ে চলতে হিমশিম খাচ্ছে তারা। সেইসঙ্গে বাড়ছে মহাজনের দাদনসহ লাখ লাখ টাকা ঋণের বোঝা।

নদীতে মাছ না পাওয়ায় বেকার হয়ে পড়েছে জেলার প্রায় ৬৫ হাজার জেলে। ফলে অনেকটাই অলস সময় কাটছে আড়তদারদের।

তবে নিরবিচ্ছিন্ন পানির প্রবাহ ও বৃষ্টিপাত হলে আগামী দুই সপ্তাহের মধ্যে নদীতে মাছ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন জেলা মৎস কর্মকর্তা।

প্রজনন মৌসুমে সরকারি আইন মেনে নদীতে মাছ ধরা বন্ধ রাখলে নদীগুলো আবারো রুপালী ইলিশের অভয়ারণ্য হয়ে উঠবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি