ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

৮ কেজি ওজনের আলু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ২০ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:৪৮, ২০ অক্টোবর ২০১৮

আলুর ওজন ৮ কেজি। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক কৃষকের জমিতে এমন একটি মিষ্টি আলুর ফলন হয়েছে। আলুটি দেখতে চাষীর বাড়িতে রীতিমতো ভিড় পড়ে গেছে।

ওই কৃষকের নাম বেলায়েত হোসেন। বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামে। বুধবার তার ক্ষেত থেকে আলুটি তোলা হয়।

একটি আলুর এত ওজন হওয়ায় বিস্ময় প্রকাশ করেছে কৃষি অফিসের কর্মকর্তা ও স্থানীয় লোকজন। আলুটি দেখতে লোকজন ছুটে যাচ্ছে কৃষকের বাড়িতে।

বেলায়েত হোসেন বাড়ির সামনে নিচু জমি বালুমাটি দিয়ে ভরাট করে সেখানে বিভিন্ন প্রজাতির সবজি চাষ করেন। এরই সঙ্গে সিন্ধি প্রজাতির (লাল) মিষ্টি আলু রোপণ করেন। ছয় মাস পর গত বুধবার মাটি সরিয়ে দেখতে পান, একটি আলু অনেক বড়। পরে মেপে এর ওজন পান সাত কেজি ৭০০ গ্রামের বেশি। আরো কিছু আলু হয়েছে তা আকারে ছোট।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, ‘সাধারণত এক-দেড় কেজি ওজনের মিষ্টি আলু হয়। এত বড় আলু হয় না। এটা অস্বাভাবিক বড় হয়েছে। তবে বিষয়টি বৈজ্ঞানিক কর্মকর্তারা ভালো বলতে পারবেন।’

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি