ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে বাণিজ্যিক ভিত্তিতে থাই পেয়ারার চাষ (ভিডিও)

প্রকাশিত : ১২:১৩, ৪ এপ্রিল ২০১৯ | আপডেট: ১২:৩৬, ৪ এপ্রিল ২০১৯

মেহেরপুরে বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে থাই পেয়ারা। স্বাদে ও পুষ্টিতে ভরপুর হওয়ায় চাহিদা যেমন বাড়ছে, তেমনি লাভ বেশি পাওয়ায় থাই পেয়ারা উৎপাদনের দিকে ঝুঁকছেন চাষীরা।

মেহেরপুর জেলায় বানিজ্যিক ভিত্তিতে বাড়ছে থাই পেয়ারার উৎপাদন। আবহাওয়া অনুক’লে থাকায় বাগানগুলোতে ফলনও হচ্ছে ভালো।

ধান ও গমে কাংখিত লাভ না পেয়ে উচ্চ মূল্যের এই পেয়ারা উৎপাদন করছেন কৃষকরা। চারা ক্রয়, রোপন, সার ও পরিচর্যা বাবদ বিঘা প্রতি ১ লাখ টাকা খরচে লাভ হয় ২০ থেকে ৩০ হাজার টাকা।

তবে প্রথমবার পেয়ারা বাগান তৈরির খরচ বেশি হলেও পরের বছর থেকে বিঘা প্রতি খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। আর বিঘাপ্রতি আয় লক্ষাধিক টাকা।

থাই পেয়ারা চাষে প্রযুক্তি ও পরামর্শ দিয়ে কৃষকদের সহায়তা করছে কৃষি বিভাগ।

বছরে এক বিঘা জমিতে উৎপাদন হচ্ছে ১শ থেকে প্রায় দেড় শ’ মন থাই পেয়ারা।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি