ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরে জমজমাট গ্রীষ্মকালীন টমেটোর বাজার (ভিডিও)

প্রকাশিত : ১১:৩০, ১৩ মে ২০১৯

দিনাজপুরে জমে উঠেছে গ্রীষ্মকালীন টমেটোর বাজার। মূলত শীতের সবজি হলেও, নাভিজাত এই টমেটোর ফলন হয় গ্রীষ্মে। এর বাজারজাতকরণে উত্তরাঞ্চলের অন্যতম কেন্দ্র গাবুড়াহাটে কৃষক ও মৌসুমী ব্যাপারীদের বেশ ভীড়। সংশ্লিষ্টরা এগিয়ে আসলে, বাড়তে পারে সম্ভাবনাময় এ সবজির বাজার।

দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের গাবুড়াহাটে বসছে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ গ্রীষ্মকালীন টমেটোর বাজার। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও সিলেটসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এ বাজার থেকে টমেটো সংগ্রহ করেন।

পাইকার ব্যাপারীরা বলছেন- এবার বাজারে টমেটোর প্রচুর চাহিদা রয়েছে।

হাট থেকে প্রতিদিন গড়ে প্রায় ৫০ থেকে ৬০ ট্রাক টমেটো দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে। বেচাকেনা হচ্ছে ২৫ থেকে ৩০ কোটি টাকা। সরকারও ভালো রাজস্ব আয় করছে। নাভিজাত টমেটো সংরক্ষণ করা গেলে এর বাজার আরো বাড়বে মনে করেন সংশ্লিষ্টরা।

কৃষি বিভাগ বলছে, এবার ১১শ’ ২১ হেক্টর জমিতে এই গ্রীষ্মকালীন টমেটো চাষ হয়েছে। উৎপাদন হয়েছে অন্তত ৫০ হাজার মেট্রিক টন। গ্রীষ্মকালীন টমেটো সংরক্ষণে ব্যবস্থা নেয়ার কথা জানালেন এই কর্মকর্তা।

মনপ্রতি এই টমেটো বিক্রি হচ্ছে ৪শ থেকে ৫শ টাকায়। বাম্পার ফলন ভালো দাম পাওয়ায় সন্তুষ্ট কৃষকরা।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি