ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

নওগাঁয় কমছে পাটের আবাদ (ভিডিও)

প্রকাশিত : ১১:২০, ১১ জুলাই ২০১৯ | আপডেট: ১৫:৩৯, ১৯ জুলাই ২০১৯

টানা লোকসানের মুখে নওগাঁয় প্রতি বছর কমছে পাটের আবাদ। উৎপাদন খরচ বেড়ে যাওয়া, অধিক পরিশ্রম, পাট পঁচানোয় পানি সংকটের পাশাপাশি দাম কম হওয়ায় পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষক। ঝুঁকে পড়ছেন সবজি চাষে।

ধান ও সবজির এলাকা হিসেবে খ্যাত উত্তরের জেলা নওগাঁ। এক সময় পাট চাষও হতো বেশ। তবে গত তিন বছরে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২ হাজার হেক্টর কম জমিতে পাটের আবাদ হয়েছে।

কৃষকরা বলছেন, প্রতি বিঘা জমিতে পাটের আবাদ করতে চাষ, বীজ, সার, কীটনাশক, নিড়ানি, সেচ, কাটা, পঁচানো, ধোয়া ও শুকাতে প্রায় ১২ থেকে ১৪ হাজার টাকা খরচ হয়। আর উৎপাদন হয় ১০ থেকে ১৪ মণ পাট। তবে তুলনামূলক কম খরচে সবজি চাষে বেশি লাভ হওয়ায় পাট চাষে আগ্রহ হারাচ্ছেন তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, ২০১৯-২০ অর্থ বছরে জেলায় পাটের আবাদ হয়েছে ৬ হাজার ১৫০ হেক্টর জমিতে। অথচ ২০১৭-১৮ অর্থ বছরে আবাদ হয়েছিল ৮ হাজার ২৫ হেক্টর জমিতে।

এক সময়ের সোনালী আঁশের গৌরব ফিরিয়ে আনতে পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়ানোসহ কার্যকর উদ্যোগ দেখতে চান এখাতের সাথে সংশ্লিষ্টরা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি