ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মেহেরপুরে বাড়ছে পেঁপের চাষ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ৭ নভেম্বর ২০১৯

পেপে চাষে লাভবান মেহেরপুরের কৃষক। অন্য ফসলের তুলনায় পেপে চাষে লোকসানের ঝুঁকি কম পাশাপাশি  আয় ভাল। তাই খুশি জেলার কৃষক। 
মেহেরপুর জেলায় ধীরে ধীরে বাড়ছে পেঁপের চাষ। এবার গত বছরের তুলনায় দ্বিগুণ জমিতে বাগান  গড়ে উঠেছে। বেশিরভাগ  বাগানেই উচ্চ ফলনশীল জাতের আবাদ। এ বছর ফলন খুব ভাল তবে দাম কিছুটা কম। বাগানিরা বলছেন  উৎপাদন ভাল বলে পুষিয়ে যাবে।
পেপে চাষে প্রথম বছর বিঘাপ্রতি খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। ওই গাছে তিন বছর ফলন হয়। পরের দুই বছর পরিচর্যার বাইরে কোন খরচ থাকেনা।  এক বিঘার বাগান থেকে বছরে  আয় হয় কম-বেশি একলাখ টাকা। লাভ হয় গড়ে ৭৫ হাজার টাকা। 
পেপে চাষে শ্রমিক খরচ কম তবে, সার-ওষুধ একটু বেশি লাগে। 
কৃষি বিভাগের তথ্যমতে গতবছর পেপে চাষ হয়েছিল ১০৫ হেক্টর জমিতে। এ বছর চাষ বেড়ে ২২০ হেক্টরে উন্নিত হয়েছে।
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি