ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪

মাস্ক পরতে বলায় এ কী শাস্তি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ২৬ অক্টোবর ২০২১ | আপডেট: ১৫:১৬, ২৬ অক্টোবর ২০২১

করোনাকালে সবাই মাস্ক পড়বে এটাই স্বাভাবিক। কিন্তু ব্যাংকের ভেতর এক কোটিপতিকে মাস্ক পড়তে বলায় ঘটালো আজব এক কাণ্ড। রাগের বশে নিজের অ্যাকাউন্ট থেকে প্রায় ছয় কোটি টাকা তুলে ব্যাংকারদের দিয়েই শাস্তিস্বরূপ গোনালেন তিনি। 

ঘটনাটি ঘটেছে চীনের সাংহাই শহরে।

একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সানওয়্যার‍‌ নামে পরিচিত ওই ব্যক্তি সম্প্রতি সাংহাইয়ের একটি ব্যাংকে গিয়েছিলেন। 

সেখানেই ব্যাংকের নিরাপত্তারক্ষী তাকে মাস্ক পরতে বলেন। এতেই বোধয় অপমানিত বোধ করেছিনে তিনি।

এ জন্য মুহূর্তেই ব্যাংকের নিজ অ্যাকাউন্ট থেকে প্রায় ছয় কোটি টাকা তুলে ফেলার সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি। 
তাও আবার প্রয়োজনে নয়, শুধু এক একাউন্ট থেকে আরেক একাউন্টে স্থানান্তরের জন্য। 

এই পরিস্থিতিতে ছয় কোটি টাকা গুনতে বাধ্য হন ক্যাঙ্ক কর্মীরা। এতেই যেন সন্তুষ্টি মেলে ওই কোটিপতির। 

নিরাপত্তারক্ষী খারাপ ব্যবহার করার জন্যই এমনটা করেছেন বলে স্বীকারও করেছেন তিনি।

এদিকে ব্যাংক কর্তৃপক্ষের দাবি তাদের কোনও কর্মচারী কোনও গ্রাহকের সঙ্গেই দুর্ব্যবহার করেননি

এমন ঘটনার সমালোচনা করেছেন অনেকে। তবে কেউ কেউ আবার মজাও করেছেন ঘটনাটি নিয়ে।

সূত্র: সংবাদ প্রতিদিন

এমএম/এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি