ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

টিফিন বক্স খুলে মিলল বিষধর সাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১০, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:০০, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

স্কুলে সন্তানের খাবারের জন্য দেওয়া টিফিন বক্স থেকে বের হল বিষাক্ত এক সাপ। টিফিন বক্সের ঢাকনার সঙ্গে আটকে ছিল সাপটি।

টিফিন বক্স থেকে সাপ বের হওয়ার এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। বক্সটিতে থাকা সাপটি মূলত একটি শিশু সাপ বলে বিবিসি’কে জানিয়েছে সরীসৃপ প্রাণী নিয়ে কাজ করা রলি বুরেল।

তবে পৃথিবীর বুকে টিকে থাকা অন্যতম বিষধর এই সাপটিকে নিরাপদে টিফিন বক্স থেকে বের করে আনা গেছে বলেও জানান তিনি।

রলি বলেন, “ঐ নারী খুবই ভাগ্যবতী যে তিনি সাপটিকে সনাক্ত করতে পেরেছিলেন। পরবর্তীতে যদি তার সন্তান সাপ কামড় খেত তবুও সে হয়তো কামড়তি অনুভব করতে পারত না”।

রলি বিবিসি’কে আরও বলেন যে, একটি নির্জন জায়গা খুঁজে নিতেই টিফিন বক্সের গারো অন্ধকারকে বেছে নিয়েছিল সাপটি।

গত বছর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, টিফিন বক্সে থাকা সাপটির এই প্রজাতি ২০০০ সাল থেকে ২৩ জন ব্যক্তিকে এখন পর্যন্ত নিহত করেছে।

দেশটির উপকূলীয় অঞ্চল এবং অস্ট্রেলিয়ার মূল ভুখন্ডে সাপটির এই প্রজাতিকে বেশি দেখা যায়।

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি