ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

যিশুকে নিয়ে লেখা গান্ধীর সেই চিঠি নিলামে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ৩ মার্চ ২০১৮ | আপডেট: ১৫:৩৯, ৪ মার্চ ২০১৮

যিশু খ্রিস্টকে নিয়ে লেখা মহাত্মা গান্ধীর চিঠি বিক্রি হতে যাচ্ছে। চিঠিটি লেখা হয়েছিল ১৯২৬ সালের ৬ এপ্রিলে। চিঠিটির দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার মার্কিন ডলার।

গুজরাটের সাবারমতি আশ্রমের বাসভবন থেকে গান্ধী এ চিঠি লিখেছিলেন যুক্তরাষ্ট্রের খ্রিস্ট্রীয় ধর্মগুরু মিলটন নিউবেরি ফ্রান্তজ এর কাছে। যিশু খ্রিস্টের প্রশংসা করে লেখা ওেই চিঠিতে গান্ধী লেখেন, যিশু মানবজাতির সবচেয়ে সেরা শিক্ষক।

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা ও জাতির জনক হিসাবে সুপরিচিত মাহাত্মা গান্ধী একজন হিন্দু ছিলেন। কিন্তু বিশ্বের সব ধর্মীয় বিশ্বাসকেই শ্রদ্ধা দেখিয়েছিলেন এ মহান নেতা।

গত কয়েক দশক ধরে গান্ধীর এ চিঠি ব্যক্তিগত সংগ্রহে থাকলেও এখন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়াভিত্তিক রাব কালেকশন চিঠিটি বিক্রি করতে যাচ্ছে।

রাব কালেকশনের প্রেসিডেন্ট নাথান রাব বলেন, ধর্ম ও মানবতা নিয়ে লেখা গান্ধীর এ চিঠিকে তার লেখা চিঠিগুলোর মধ্যে সবচেয়ে সেরা। এটি গান্ধীর বিশ্বজুড়ে ধর্মীয় শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা বলে অভিহিত করেন রাব। গবেষকরা জানিয়েছেন, যিশুর কথা উল্লেখ করে গান্ধীর লেখা আর কোনো চিঠিই কখনো বাজারে প্রকাশ্যে আসেনি।

সূত্র: বিবিসি

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি