ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

১৮ ফুট লম্বা হ্যাট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫০, ৩ মার্চ ২০১৮

পশ্চিমা দেশগুলোতে হ্যাট পরার মধ্য দিয়ে নিজের ব্যক্তিত্বের মহিমা প্রকাশ করতে চান অনেকে। তবে ওডিলন ওজারে নামে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক বাসিন্দা নিজের জন্য এমন একটি হ্যাট তৈরি করেছেন যেটি তাকে এনে দিয়েছে গিনেস রেকর্ডের খেতাব।

হ্যাটটি ১৮ ফুট ৯ ইঞ্চি লম্বা। এটি বানাতে ওডিলনের প্রায় দুই মাস সময় লেগেছে। নিজের বানানো ১৮ ফুট লম্বা হ্যাট পরে ওডিলন এখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তবে তার পরিকল্পনা হ্যাটটিকে তিনি যাদুঘরের কাছে হস্তান্তর করবেন।

গড়পড়তা উচ্চতার কোন ঘরে যেতে হলে নিশ্চিতভাবেই তাকে সেটি বাইরে রেখে যেতে হয়। আর এ কারণে বিশ্বের সবচেয়ে লম্বা হ্যাটটি পরে ওডিলনকে কোন জায়গায় গেলে আগেভাগে বিবেচনা করেন যেখানে যাবেন সেখানকার উচ্চতা নিয়ে।

উল্লেখ্য, এর আগে সবচেয়ে লম্বা হ্যাটটি ছিলো ৯ ফুট ৯ ইঞ্চি লম্বা।

সূত্র: ইউপিআই

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি