ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

যে ডিম তাক লাগিয়ে দিলো বিশ্বকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ৭ মার্চ ২০১৮ | আপডেট: ১৩:২৭, ১২ মার্চ ২০১৮

ডিমের ভেতর ডিম! সঙ্গে ফ্রি কুসুম। অবাক করার মতো ব্যাপার হলেও এমন একটি ডিমই পাওয়া গেল অস্ট্রেলিয়ার কুয়িন্সল্যান্ডের স্টকম্যান`স এগস ফার্মে।

জিপি নামে একটি ডিম সংগ্রহকারী যন্ত্র হঠাত্ই আবিস্কার করে একটি অতিকায় মুরগির ডিম। সাধারণত মুরগির ডিমের ওজন ৫৮ গ্রামের কাছাকাছি হলেও ওই ডিমের ওজন ছিল ১৭৬ গ্রাম। প্রায় তিন গুণ ওজন ওই ডিম দেখে উত্তেজনা বেড়ে যায় সংস্থারটির কর্মীদের মধ্যে।

স্টকম্যান`স এগ সংস্থার মালিক স্কট স্টকম্যান সব শ্রমিকদের জোড়ো করে ডিম ভাঙার তোড়জোড় করেন। স্টকম্যান জানিয়েছেন, তাঁরা আশা করেছিলেন ৪টি কুসুমের ডিম হবে। কিন্তু ডিম ভাঙার পর দেখলেন ডিমের ভিতর আরও একটি ডিম! এবং সঙ্গে রয়েছে কুসুমও।

১৯২৩ সাল থেকে স্টকম্যান ডিমের ব্যবসা চালাচ্ছেন। কিন্তু এমন অঘটন কোনওদিন হয়নি বলে দাবি করেন স্টকম্যান। চার্লস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রাফ ফ্রেইরি বলেন, সত্যি কথা বলতে, কীভাবে এটা সম্ভব হল বলতে পারবো না।

সূত্র: জিনিউজ

একে// এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি