ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

৭ বছরের শিশু যখন পুলিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ২৫ মার্চ ২০১৮ | আপডেট: ১০:৫১, ২৯ মার্চ ২০১৮

৭ বছরের এক শিশুর স্বপ্ন পুলিশ অফিসার হওয়ার। কিন্তু ভারতের মুম্বাইয়ের অর্পিত নামের এই শিশুর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মারণব্যাধি ক্যান্সার।

তার কেন্সার যে স্তরে পৌঁছেছে তাতে তার হাতে আর বেশিদিন সময় নেই। এই খবর শুনে শিশুটির ইচ্ছাপূরণে এগিয়ে আসে ‘মেক আ উইশ’ নামের একটি এনজিও। মরণাপন্ন রোগীর শেষ ইচ্ছা পূরণে যথাসাধ্য চেষ্টা  চালায় প্রতিষ্ঠানটি।

অবশেষে প্রতিষ্ঠানটি মুম্বাই পুলিশের সাথে যোগাযোগ করে তাদের ডিপার্টমেন্টে অর্পিতকে একদিনের জন্য নিয়োগের দেওয়ার অনুরোধ জানায়। পুলিশ তাদেরকে নিরাশ না করে পাঠিয়ে দেয় নিয়োগপত্র।

তাকে পড়তে দেওয়া হয় পুলিশের পোশাক। এই পোশাক পরে শিশুটি খুব খুশি হয়। তার চোখেমুখে দেখা যায় আন্দদের হাসি। অফিসে তাকে দেওয়া হয় নির্ধারিত বসার চেয়ার। কর্মরত অবস্থায় ফাইলপত্রে ‘সই’ও করে শিশুটি। তার এ কর্মকাণ্ড দেখে পুলিশ অফিসাররা আবেগে কেঁদে ফেলেন। তারা বলেন হয়তো এ শিশুটি একদিন বড় হয়ে একজন পুলিশ কর্মকর্তা হতে পারতো।

সূত্র: এনডিটিভি

এমএইচ/টিকে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি