ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

২৫০০ বছরের পুরানো মৃতদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ২৭ মার্চ ২০১৮

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ২ হাজার ৫০০ বছরের পুরানো এক কফিনে একটি মানবদেহের অবশিষ্টাংশ আবিষ্কার করেছে। এতদিন ধরে এই কফিনটিকে খালি কফিন হিসেবে বিবেচনা করা হতো।

১৫০ বছর আগে উদ্ধার হওয়া ওই কফিন সিডনির বিশ্ববিদ্যালয়ের যাদুগরে রাখা ছিল। এতদিন কফিনটিতে কেউ স্পর্শ পর্যন্ত করেনি। গত বছর যখন বিজ্ঞানীরা কফিনটি খুললো, তখন তারা মানুষের পা ও হাড় দেখতে পান। গবেষকরা বলেন, কফিনের ভেতরে থাকা অবশিষ্টাংশ ধ্বংস হয়ে গেছে। সম্ভবত কফিনটি উদ্ধার করার সময় এর ভেতরে থাকা মানবদেহের অবশিষ্টাংশ ধ্বংস হয়ে যায়।

প্রত্নতত্ত্ববিদ ড. জেমি ফ্র্যাইসার বলেন, এতদিন এটি মানুষের সামনে আনা হয়নি। তবে এখন এটি মানুষের সামনে আনায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, সিডনি বিশ্ববিদ্যালয়ের যাদুগরে এটি এতদিন পড়ে ছিল। এটিতে মানবদেহের আবিষ্কার হওয়ায় আমরা খুব বিস্মিত ও উচ্ছ্বসিত হয়েছিলাম।

উল্লেখ্য, ১৮৬০ সালে মিশর থেকে চারটি কফিন উদ্ধার করে সিডনির প্রত্নতত্ত্ববিদরা। এদিকে বাকি তিন কফিন নিয়ে গবেষণা চলছে বলে জানান জেমি ফ্র্যাইসার। তিনি আরও জানান, কবর খোারেরা ওই কফিন ধ্বংস করে দিয়েছে। তাই ওখানে মাত্র মানবদেহের ১০ শতাংশের মতো অবশিষ্টাংশ রয়েছে। গত সপ্তাহে ওই কফিনে থাকা অবশিষ্টাংশ সিটি স্ক্যান করে গবেষকরা। পরে সেখানে মানবদেহের হাড়, ব্যান্ডেজ ও পায়ের অংশ পাওয়া যাচ্ছে না।

ড. ফ্র্যাইসার বলেন, রেডিকার্বন পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণিত হয় যে, ওই ব্যক্তি ৬০০ খ্রিস্টপূর্বে মারা যান। কফিনে থাকা ওই দেহ কোন নারীর দেহ বলে মনে করছেন গবেষকরা।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি