ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

৩০০ বছরের পুরোনো নীলাভ হীরা নিলামে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ২৯ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:২১, ৩ এপ্রিল ২০১৮

৩০০ বছর আগে ভারতের একটি খনি থেকে উত্তোলন করা এক হীরকখণ্ড স্পেন, ফ্রান্স, ইতালি ও অস্ট্রিয়ায় চার রাজপরিবারের হাত ঘুরেছে। আগামী মে মাসে নিলামে উঠতে যাচ্ছে ষোড়শ শতকে উত্তোলন করা ৬ দশমিক ১৬ ক্যারেটের হীরকখণ্ডটি।

আজ বৃহস্পতিবার থেকেই এ হীরকখণ্ডটি দেখার সুযোগ পাবে নির্দিষ্ট কয়েকটি দেশের মানুষ।

বর্তমান ভারতের উত্তর প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য নিয়ে গঠিত ছিল গোলকোন্ডা রাজ্য। ওই রাজ্য থেকেই হীরকখণ্ডটি উত্তোলনের পর ১৭১৫ সালে স্পেনের রানি এলিজাবেথ ফারনেস তা পয়েছিলেন উপহার হিসেবে। জানা গেছে, গোলকোন্ডার ওই খনি থেকেই চতুর্থ শতকে বিশ্বখ্যাত নীলাভ হীরক উত্তোলন করা হয়েছিল।

এ হীরকখণ্ডটি সাতটির বেশি প্রজন্মের হাত ঘোরে। সেইসঙ্গে স্পেন থেকে ফান্সে এবং তারপর ইতালি ও অস্ট্রিয়ায় পৌঁছায়।

ব্রিটিশ বহুজাতিক নিলামকারী প্রতিষ্ঠান সোথবাইস উচ্চমান ও আকৃতির এ হীরকখণ্ডটির নিলামের আয়োজন করেছে। এটির দাম ৫০ লাখ সুইস ফ্রাঁর (৫২ লাখ মার্কিন ডলারের বেশি) পাওয়া যেতে পারে বলে মনে করছে নিলামকারী প্রতিষ্ঠানটি।

ইতিহাসের বিভিন্ন অধ্যায় জড়িয়ে থাকা এ হীরকখণ্ডটি রানি এলিজাবেথ ফারনেসের উত্তরসূরিদের কাছেই রয়েছে বলে জানিয়েছে সোথবাইসের কর্তৃপক্ষ।

সূত্র: সিএনএন

একে// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি