ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

যে গ্রামে পর্ন দেখা সম্পূর্ণ ফ্রি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৪:২১, ৩ এপ্রিল ২০১৮

ভারতের তামিলনাড়ুর প্রত্যন্ত গ্রামটির নাম কামবাম। আর এমন নামের কারণেই ওই গ্রামের বাসিন্দারা বিনামূল্যে পর্ন ভিডিও দেখার সুযোগ পাবে। এ সুযোগটি দিচ্ছে মার্কিন এক পর্ন সংস্থা। বিশ্বের যেসব স্থানের নামের সঙ্গে যৌনতার অর্থ জড়িয়ে রয়েছে সেখানকার বাসিন্দাদের সম্পূর্ণ বিনামূল্যে তাদের সৃষ্টিকর্ম দেখানোর সুযোগ করে দিয়েছে সংস্থাটি।

গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জনপ্রিয়তা বাড়াতে এমন আজব উদ্যোগ হাতে নিয়েছে ওই মার্কিন সংস্থাটি।

পুরো পৃথিবীতে এমন অনেক দর্শক রয়েছে, যারা পর্ন দেখে থাকেন। এসব দর্শকদের কারণেই বিলিয়ন বিলিয়ন ডলারের পর্ন বিজনেস দাপিয়ে বেড়াচ্ছে পশ্চিমে। সেসব সংস্থার সাইটে বিশাল আকারের অর্থ দিয়ে গোপন ভিডিও দেখার মানুষও রয়েছে অনেক।

শুনতে অবাক লাগলেও শুধুমাত্র তামিলনাড়ুতে অবস্থিত গ্রামটির নামের কারণেই সুযোগটি দিয়েছে ওই সংস্থাটি। এর ফলে টানা ১ বছর ওই গ্রামের মানুষ সংস্থার ওয়েবসাইটে গিয়ে বিনা খরচে নীল ছবি দেখতে পারবেন। ‌

তবে মার্কিন ওই পর্ন ওয়েবসাইটটি বলছে, শুধু যৌনতা সম্পর্কিত নামের জন্যই নয়! যে সব স্থান নিজেদের নামের জন্য বহুদিন ধরে অবজ্ঞার শিকার হয়ে আসছে সেই সব জায়গাগুলিকেই মূলত তারা বেছে নিয়েছে।

অন্যান্য দেশের মধ্যে যেমন রয়েছে, ফ্রান্সের কনডম, যুক্তরাজ্যের থং, শিটারটন ইত্যাদি। ফলে সংস্থাটির শর্তের কারণে ভারতের আরও বেশ কয়েকটি জায়গা তালিকায় স্থান পেতে পারে। এরমধ্যে থাকতে পারে হিমাচল প্রদেশের ‘‌পো’ কিংবা আসামের ‘‌চুতিয়া’ও।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি