ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

জার্মানির সড়কে এবার চালকবিহীন বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৩:৩৩, ৭ এপ্রিল ২০১৮

যাত্রীদের জন্য স্বয়ংক্রিয় বাস চালু করেছে জার্মান রেল কোম্পানি ‘ডয়চে বান’৷ তবে জরুরি পরিস্থিতি সামাল দিতে একজন মানুষ ওই বাসের নিয়ন্ত্রণ নিতে পারে৷ ইজেড১০ নামের ছোট্ট এই বাসে ছয় জনের বসার আসন আছে৷ দাঁড়ানো অবস্থায় আরও ছয় জন যাত্রী বাসটিতে উঠতে পারবেন৷

গতকাল বুধবার বাভারিয়া রাজ্যের পর্যটন এলাকা বাড বির্নবাখের আট কিলোমিটার রাস্তায় চলেছে এ বাস৷ প্রথম যাত্রায় যাত্রী হিসেবে ছিলেন ডয়চে বান-এর প্রধান নির্বাহী রিচার্ড লুৎস৷

বাড বির্নবাখের বিভিন্ন স্পা থেকে যাত্রী নিয়ে বাসটি শহরের কেন্দ্র হয়ে রেল স্টেশনে পৌঁছবে৷ যাত্রীরা বিনামূল্যে এই সেবা গ্রহণ করতে পারবেন৷ ভবিষ্যতে জার্মানির অন্যান্য শহরেও এই ধরণের বাস চালুর পরিকল্পনা করছে ডয়চে বান৷ আগামী বছর হামবুর্গে তা শুরু হতে পারে৷ এছাড়া ভবিষ্যতে প্রাইভেট কার সার্ভিস হিসেবেও এই বাস চলতে পারে৷ অর্থাৎ রেলের কোনো যাত্রী আগে থেকে বুকিং দিলে এই বাস তাঁকে বাড়ি থেকে স্টেশনে পৌঁছে দেবে৷ প্রাথমিক পর্যায়ে বাসটি ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে চলবে৷

ভবিষ্যতে বিদ্যুৎচালিত পরিবহণের মাধ্যমে যাত্রীসেবা দেয়ার সম্ভাবনা খতিয়ে দেখতে জার্মান রেল কোম্পানি ডয়চে বান ‘লকি’ নামের একটি সাবসিডিয়ারি সংস্থা প্রতিষ্ঠা করছে৷

চালকবিহীন বাস ইজেড১০ তৈরি করেছে ফরাসি স্টার্টআপ ‘ইজিমাইল’৷ সেন্সর থাকার কারণে এই বাস যাত্রাপথে কোনও বাধা পেলে ব্রেক কষতে পারে৷ তাছাড়া জরুরি পরিস্থিতিতে, যেমন চলার পথে কেউ ভুল করে গাড়ি পার্ক করে রাখলে, একজন চালক জয়স্টিক দিয়ে ইজেড১০-এর নিয়ন্ত্রণ নিতে পারবেন৷ জার্মানি ছাড়াও ইজেড১০ বাসটি সুইজারল্যান্ড, তাইওয়ান, অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশের বিভিন্ন শহরে সীমিত পরিসরে চলাচল করছে৷

সূত্র: ডয়চে ভেলে

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি