ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিশ্বের সবচেয়ে বড় মশা আবিষ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ২৬ এপ্রিল ২০১৮

চীনের পতঙ্গবিশারদরা বিশ্বের সবচেয়ে বড় মশা আবিষ্কার করেছে। ওই মশার প্রতিটি পাকার দৈর্ঘ ১১ দশমিক ১৫ সে.মি.। চীনের সিচুয়ার প্রদেশে ওই মশাটির সন্ধান পায় গবেষকরা।

পশ্চিম চীনের পতঙ্গ মিউজিয়ামের প্রধান জাও লি বলেন, মশাটি বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির মশা হলোরুশিয়া মিকাডো প্রজাতির মশা। গত বছরের আগস্টে একটি মাঠে ভ্রমণের সময় মশাটিকে অবিষ্কার করা হয়। এরপর এটিকে পতঙ্গ জাদুঘরে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, ১৮৭৬ সালে জাপানে এই প্রজাতির মশা প্রথম আবিষ্কার করেন জন ওবাদিয়া। হলোরুশিয়া মিকাডো প্রজাতির ওই মশার পাকার দৈর্ঘ সাধারণত ৮ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে।

জাও লি আরও বলেন, এই প্রজাতির মশা রক্ত খায় না। তারা খুব কম দিনই বেঁচে থাকে। তাদের মূল খাবার হলো ফুলের রস। বিশেষ করে পানি খেয়েও ওরা জীবনধারণ করে। বিশ্বে হাজার হাজার প্রজাতির মশা রয়েছে। এদের মধ্যে মাত্র ১০০ প্রজাতির মশা রক্ত পান করে জীবন ধারণ করে।

সূত্র: শিনহুয়া
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি