ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সেইন্ট লুসিয়া রেসার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৭, ২৮ এপ্রিল ২০১৮

বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীদের জন্য বিখ্যাত ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এমন অনেক প্রাণী আছে, যাদের পৃথিবীর অন্য কোনো জায়গাতে দেখতে পাওয়া যায় না। আর এমনই একটি প্রাণী হল সেইন্ট লুসিয়া রেসার। পৃথিবীর সবচেয়ে বিপন্ন ও দুর্লভ প্রজাতির অবিষধর সাপ এরা।

ক্যারিবীয় অঞ্চলের সেইন্ট লুসিয়া দ্বীপের এন্ডিমিক প্রাণী এরা। এন্ডিমিক অর্থ হল- কোনও নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায় এমন উদ্ভিদ বা প্রাণী, যা ওই অঞ্চলের বাইরে আর কোথাও পাওয়া যায় না।

বেজী ও কালো ইঁদুর সেইন্ট লুসিয়া রেসারেদের শিকার করে খায়। সেইসঙ্গে এদের ডিমও খেয়ে ফেলে। আর এ কারণেই এদের সংখ্যা কমে যাচ্ছে। এর ফলে সেইন্ট লুসিয়া রেসার বিপন্নের তালিকার প্রথম সারিতে অবস্থান করছে। তবে এদের সংরক্ষণ ও বংশবৃদ্ধির জন্য দ্বীপ থেকে বেজিদের সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করায় সাপের সংখ্যা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি