ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

একটি পেঁপের মূল্য ১ লাখ ৬৯ হাজার টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ২২ মে ২০২০

হবিগঞ্জ জেলার মাধবপুরে একটি পেঁপের মূল্য দাঁড়িয়েছে এক লাখ ৬৯ হাজার টাকা। ওই উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও জামে মসজিদের গাছের এ পেঁপেটি পবিত্র লাইলাতুল কদরের রাতে নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে নিলামে তোলা হয়। নিলাম শেষে উক্ত অর্থ মসজিদ ফান্ডে জমা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) পবিত্র লাইলাতুল কদরের রাতে নিলাম শুরু হলে ওই গ্রামেরই আব্দুস সাত্তার নামের এক ব্যক্তি প্রথমে তিন হাজার টাকায় কিনে আবার মসজিদে দান করেন পেঁপেটি। তারপর আশরাফ মিয়া ১০ হাজার টাকায় কিনে আবার মসজিদে দান করেন। এরপর আমির মেম্বার আট হাজার টাকায়, শহীদ মিয়া ৭০ হাজার টাকায় কিনে আবার মসজিদে দান করে দেন। 

এভাবে পর্যায়ক্রমে সবাই পেঁপেটি নিলামে কিনে নিয়ে মসজিদে দান করে দিতে থাকেন। কদরের রাতেই পেঁপেটির মূল্য দাঁড়ায় এক লাখ ৬২ হাজার টাকা।

বৃহস্পতিবার (২১ মে) গ্রামের সবাই মসজিদে ইফতার পার্টির আয়োজন করে। এই ইফতার পার্টির জন্য পেঁপেটি ৭ হাজার টাকায় কিনে নিয়ে সবাই মিলে ইফতার করেন।  শেষ পর্যন্ত পেঁপেটির বিক্রয় মূল্য দাঁড়ায় এক লাখ ৬৯ হাজার টাকা। 

মসজিদ কমিটি সূত্রে জানা যায়, পেঁপে বিক্রর পুরো টাকাই বনগাঁও জামে মসজিদের উন্নয়ন কাজে লাগানো হবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি