ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুই টিকটিকির দাম ৬৩ লাখ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ২২ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

বিরল প্রজাতির দুটি টিকটিকি উদ্ধার করা হয়েছে যুক্তরাষ্ট্রে। ক্যালিফোর্নিয়া পুলিশ জানিয়েছে, বিরল প্রজাতির এই টিকটিকি দুটি চুরি হয়েছিল প্রায় এক বছর আগে। গত নভেম্বর থেকে অনেক খোঁজের পর টিকটিকি দুটিই উদ্ধার করেছেন গোয়েন্দারা। সেই সঙ্গে চোরও ধরা পড়েছে। এই দুই টিকটিকির দাম ৬৩ লাখ টাকারও বেশি।

ক্যালিফোর্নিয়া পুলিশ জানিয়েছে, এগুলো অস্ট্রেলিয়ান লেস মনিটর প্রজাতির টিকটিকি। বিরল এই টিকটিকি দুটির দাম ৭৫ হাজার মার্কিন ডলার। 

ক্যালিফোর্নিয়ার লং বিচ পুলিশ বিভাগ জানিয়েছে, গত বছর নভেম্বরে জেটিকে রেপটাইল থেকে টিকটিকি দুটি চুরি হয়ে যায়। 

চুরি হওয়ার পর সেগুলো উদ্ধারের চেষ্টা করেন গোয়েন্দারা। কিন্তু কিছুতেই সেগুলোর কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। অবশেষে গোয়েন্দারা প্যানোরমা সিটির একটি বাড়ি থেকে সেগুলো উদ্ধার করেন। তবে টিকটিকিগুলোর স্বাস্থ্য ভালোই আছে এবং কোনও আঘাতও পায়নি। টিকটিকি চুরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সাদা-কালো ছোপ ছোপ থাকা বড় বড় টিকটিকিগুলো আবার তাদের পুরনো ঘর জেটিকে রেপটাইলসে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি