ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১৬ কোটি টাকা দামের কবুতর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ১৬ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

প্রায় কুড়ি লাখ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকারও বেশি দামে নিলামে বিক্রি হয়েছে একটি কবুতর। দুই বছর বয়সী মেয়ে কবুতরটির নাম ‘নিউ কিম’।

গতকাল রোববার অনলাইনে অনুষ্ঠিত নিলামে এ দাম হেঁকে কবুতরটি কিনে নিয়েছেন চীনের এক ব্যক্তি।

এটি কোনো সাধারণ কবুতর নয়। নিউ কিম একটি বিশেষ প্রজাতির কবুতর। যার পরিচয় ‘রেসের পায়রা’ হিসেবে। আর নিলামে নিউ কিমের যে দাম উঠেছে, এটি ছিল রেসের পায়রা বিক্রির ক্ষেত্রে রেকর্ড। এই বিশেষ প্রজাতির কবুতরের কাজ হল ওড়ার প্রতিযোগিতায় অংশ নেওয়া।

সাধারণত রেসে অংশ নেওয়া পায়রাগুলোকে ১০০ থেকে এক হাজার দূরত্বের কোনো স্থানে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে, সে বিজয়ী। মোটা অঙ্কের অর্থ মেলে পায়রার মালিকের।

নিউ কিমও ২০১৮ সাল থেকে বেশ কয়েকটি প্রতিযোগিতায় জিতেছে এবং এরপর সে অবসরে গেছে। অবসর জীবনে বেশ কয়েকটি ছানারও জন্ম দিয়েছে সে।

নিউ কিম মেয়ে কবুতর হওয়ায় তার দাম এত বেশি হয়েছে, কারণ তাকে এই প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগানো যাবে। নিলামে বিজয়ী চীনা নাগরিক নিউ কিমকে এই প্রতিযোগী প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগাবেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : রয়টার্স
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি