ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাইবেরিয়ায় জমে বরফ ডিম ও নুডলস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৯, ৩০ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ঠান্ডায় বিভিন্ন পানীয় জাতীয় জিনিষ জমে যায়। নারকেল তেলও জমে যায়। কিন্তু তাই বলে ডিম? নুডলস?  হ্যাঁ, অবিশ্বাস্য এই ঘটনাও ঘটেছে। রাশিয়ার সাইবেরিয়ায়। ঠাণ্ডা হাওয়ার জেরে ডিম ও নুডলস জমে গিয়েছে সে দেশে। এবং সেই বরফ-ডিম ও বরফ-নুডলসের ছবি রীতিমতো ভাইরালও হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, টেবিলে একটি প্লেট ৷ সেই প্লেটের উপর জমে গিয়েছে ডিমটি। পাশের বাটিতে নুডলস ৷ চামচ দিয়ে খাওয়ার জন্য সেটি তুলতে যেতেই দেখা গিয়েছে জমে গিয়েছে সেটিও!

জানা গিয়েছে, বিরল এই ছবিটি সাইবেরিয়ার নোভোসিবির্স্কের। এখানে এ বারের ক্রিসমাসে প্রচন্ড ঠান্ডা পড়েছে৷ তাপমাত্রা প্রায় -৪৫ ডিগ্রি হয়ে গিয়েছে৷ মানুষ ঠাণ্ডার জেরে বাড়ি থেকে বেরতেই পারছেন না ৷ অবশ্য এমনিতে এই শহরে বছজুড়েই ঠাণ্ডা থাকে৷ তবে মুখের খাবার জমে যাওয়া? নাহ্! এতটা ঠাণ্ডার কামড় সম্ভবত আগে দেখেনি নোভোসিবির্স্কের শহর।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি