ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পটুয়াখালীতে এক গাছে ২৯টি নাইটকুইন ফুল

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৭, ১১ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

পটুয়াখালীর জেলা ও দায়রা জজ রোখসানা পারভীনের সরকারি বাসভবনে গত রাতে একটি নাইটকুইন গাছে ২৯টি ফুল ফুটেছে। রাত ১১টা থেকে ফুলগুলো ফুটতে শুরু করে রাত সোয়া ১২টার মধ্যে ফুলগুলো সম্পূর্ণ ফুটে যায়। 

জেলা ও দায়রা জজ রোখসানা পারভীন জানান, ২১ মাস আগে বরগুনা জেলা থেকে তার এক বড়বোন এই নাইটকুইন ফুল গাছটি উপহার হিসেবে দিয়েছিলেন। তার বাসা এবং অফিস কার্যালয় রেনলিলি, কাঠগোলাপ, ডে-লিলি, নীলমুনি, প্রেট্রোলিয়া, এ্যাডিমাস, ক্যাকটাস, অর্কিড, লিলিয়াম, পদ্ম, জবাসহ দেশি-বিদেশী বিভিন্ন প্রজাতির সহস্রাধিক গাছ রয়েছে। শখের বশত এই বাগান করেছেন বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, গতবছর ডিসেম্বর মাসে অন্য একটি নাইটকুইন গাছে ৫৬টি ফুল ফুটেছিল। বিচারকের দায়িত্ব পালন শেষে অবসর সময় নিজেই এ ফুল বাগানের পরিচর্যা করেন। স্কুল জীবন থেকেই বই পড়া ও ফুল বাগানের প্রতি আগ্রহ বাড়ে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি