বউমাকে জড়িয়ে ধরে বললেন, ‘তোমারও করোনা হোক’
প্রকাশিত : ১৮:০১, ৩ জুন ২০২১
করোনা আক্রান্ত শাশুড়ি। তাই বাড়িতেই একাকী থাকতে হচ্ছে তাকে। স্বাভাবিক ভাবেই ছেলে, বউমা, নাতি-নাতনি, কেউ তার ঘরের চৌকাঠ পেরোননি। বাইরে রেখে দেওয়া খাবার খেতে হচ্ছিল রোজ। কিন্তু ভরা সংসারে একা একা ঘরে থাকতে থাকতে মন খারাপ করছিল ওই মহিলার। থাকতে না পেরে এক দিন সটান তিনি চলে গেলেন বউমার কাছে।
বললেন, ‘‘আমি মরে গেলে তোমরা ভাল থাকতে চাও?’’ বলেই জাপটে ধরলেন বউমাকে।
তেলঙ্গানার রজান্যা জেলার থিমাপুর গ্রামের ঘটনায় অবাক হয়ে গিয়েছেন সকলেই। পরিবারের ২০ বছরের পুত্রবধু সংবাদমাধ্যমে জানিয়েছেন, কয়েক দিন আগে করোনা হওয়ায় শাশুড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব রেখে চলছিলেন পরিবারের সকলে। কিন্তু শাশুড়ির বিষয়টা পছন্দ হয়নি। তাই বউমাকে জড়িয়ে ধরে তিনি বলেছেন, ‘তোমারও করোনা হোক’।
ঘটনার পরেই অবশ্য ছেলে-বউমা বাড়ি থেকে বার করে অন্যত্র পাঠিয়ে দেয় শাশুড়িকে। কিন্তু তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। কয়েক দিন পরেই পরীক্ষা করে দেখা যায়, বউমাও করোনা পজিটিভ। আপাতত নিজের বোনের কাছে আছেন ওই মহিলা।
এসি