ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিজ্ঞানীদের তালিকায় পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ৯ জুন ২০২১

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ডাইনোসরের নতুন একটি প্রজাতি তালিকাভুক্ত করেছেন। এই প্রজাতির নাম দেয়া হয়েছে ‘দ্য সাউদার্ন টাইটান’ বা দক্ষিণাঞ্চলীয় দানব। 

২০০৭ সালে আবিষ্কার হয়েছিল এই ডাইনোসরের নিদর্শন। এখন তারা জানিয়েছেন, এটি অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া সবথেকে বড় ডাইনোসর ছিল। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, বিশ্বের বিভিন্ন স্থানে দানবীয় ডাইনোসরের শরীরের অংশ বা জীবাশ্ম পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার এই প্রজাতিটি সবথেকে বড় ১৫টি প্রজাতিগুলোর একটি। এটির উচ্চতা ছিল ২১ ফুট এবং এটির দৈর্ঘ্য ছিল প্রায় ১০০ ফুট। এটি একটি বাস্কেটবলের কোর্টের সমান আকৃতির ছিল।

কুইন্সল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রথম এর হাড় পাওয়া যায়। গত এক দশক ধরে এই হাড় নিয়ে গবেষণা চলে। এরপরই বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন এটি আসলে একটি ভিন্ন প্রজাতির ডাইনোসর।

এ জাতীয় ডাইনোসর মূলত তৃণভোজী ছিল। এগুলো তাদের আকৃতির জন্যে পরিচিত। তাদের ছোট মাথা, লম্বা ঘার, লম্বা লেজ ও থামের মতো পা। ক্রিটেসিয়াস যুগে অর্থাৎ আজ থেকে প্রায় ১০ কোটি বছর আগে এই ডাইনোসরগুলো দাপিয়ে বেড়াত।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি