ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কোকা-কোলায় ভাসতে চাইলে ঘুরে আসুন ব্রাজিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ৯ সেপ্টেম্বর ২০২১

কোমল পানীয় কোকা-কোলা খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। তাই ধরেই নেয়া যায়, কোকা-কোলায় সাঁতার কাটার সুযোগ পেলে সানন্দে রাজী হবেন যে কেউ। বাস্তবে আপনাকে কোকা-কোলায় সাঁতার কাটার অনুভুতি দিবে ব্রাজিলের কোকাকোলা লেক। শুধু উড়ে যেতে হবে বিমানের টিকিট কেটে। 

ব্রাজিলের মাতা দা এস্ত্রেলা এলাকায় অবস্থিত এই লেকের পানির রং একেবারেই বোতলবন্দি কোমল পানীয় কোকা-কোলার মত। এই কারণে কোকা-কোলা লেক নামেই বেশি পরিচিতি এর। 

সাঁতার কাটার পাশাপাশি নৌ বিহারের জন্যও বেশ আরামদায়ক লেকটি। স্থানীয়দের বিশ্বাস লেকের পানিতে গোসল করলে অনেক রোগ-ব্যাধি কমে যায়। 

লেকের পানিতে রয়েছে নানা গুণে সমৃদ্ধ মাটি, আয়োডিন ও আয়রন। এ কারণেই পানির রং এমন লালচে বলে জানিয়েছে ব্রাজিল সরকার। 

এই জায়গায় পৌঁছনোর জন্য প্রায় পাঁচ কিলোমিটার পথ হেঁটে যেতে হয়। তারপরেও পর্যটকদের কাছে এই জলাধারের আকর্ষণ বেড়েই চলেছে। 
সূত্র : আনন্দ বাজার 
এসবি/ এসএ/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি