ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছবিটিতে লুকিয়ে আছে ভূত, সত্যি যাচাইয়ে বিতর্ক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ২৫ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৫:২৪, ২৫ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

হঠাৎই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে একটি ছবি। যদিও সেটি পুরনো, ২০১১ সালে তোলা। কিন্তু চিত্রগ্রাহকের দাবির সত্য-মিথ্যা যাচাই করতে গিয়ে অনেকেই এখন থমকে যাচ্ছেন। নেট-জগতে নতুন করে ভেসে উঠেছে এই ছবি। ব্রাজিলের সাও পাওলো শহরের জনৈক রেডিট ব্যবহারকারী এই ছবিটি তুলেছিলেন। ছবির উপরে ক্যাপশন দিয়েছিলেন, ‘আমি সত্যিকারের ভূত খুজে পেয়েছি।’ কিন্তু কোথায় ভূত?

চিত্রগ্রাহকের দাবি, এই ছবির মধ্যে দেওয়ালের গায়ে এক আশ্চর্য ভৌতিক আকারের অবয়ব ধরা পড়েছে। যা দেখে মনে হচ্ছে, ভূত যেন দেওয়ালে সেটে আছে। দিনের আলো বলেই ভূতের চেহারা এমন।

এই দাবি অবশ্য অনেকেই মানতে চাননি। যদি এক ঝলক দেখে অনেকেরই মনে হচ্ছে, এই সাদা চাদর মুড়ি দেওয়া অবয়ব ভৌতিক। সেই কথা মেনে অনেকেই বলেছেন, সত্যিই চিত্রগ্রাহক ভূত দেখে ফেলেছেন। আবার কেউ কেউ বলছেন, কোনও কারণে দেওয়ালের গায়ে ওই রকম একটি অবয়ব তৈরি হয়েছে। ভূতের গল্প ফেঁদে অকারণে মানুষকে বিভ্রান্ত করছেন চিত্রগ্রাহক।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি