ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খাবার না পেয়ে বর-বউ এর সব ছবি ডিলিট!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ৩ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

বিয়ের ছবি তুলতে তুলতে খাবার খাওয়ার কথা ভুলেই গিয়েছিলেন ফটোগ্রাফার। এক পর্যায়ে খেতে গিয়ে দেখেন, অবশিষ্ট নেই কিছুই। ক্ষুধা পেটে রাগের মাথায় তাই সব ছবি ডিলিটই করে দিলেন ফটোগ্রাফার। সম্পতি যুক্তরাষ্ট্রের এক বিয়ের অনুষ্ঠানে ঘটেছে এই ঘটনা।  

ওই ফটোগ্রাফারের দাবি, খাবার শেষ হয়ে যাওয়ায় বাইরে খেতে যেতে চেয়েছিলেন তিনি। এসময় আপত্তি জানায় বিয়ে বাড়ির লোকজন। কারণ আরও ছবি তোলা নাকি বাকি ছিল।

এমন পরিস্থিতিতে ফটোগ্রাফারকে পেশাদারিত্ব এবং খাবারের মধ্যে যেকোনো একটি বেছে নিতে বলা হলে ক্ষেপে যান তিনি। রাগের মাথায় বরের সামনেই ডিলিট করে দেন বিয়ের সমস্ত ছবি। 

বিয়ে বাড়ির এই তিক্ত অভিজ্ঞতা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মার্কিন ওই আলোকচিত্রি। 

তিনি বলেন, "আমি মোটেই পেশাদার ফটোগ্রাফার নই। শখের বশে কুকুর বা পোষা প্রাণীর ছবি তুলি। এই প্রথম কোনও বিয়ের ছবি তোলার প্রস্তাব পাই। তবে আয়োজকদের আমি প্রথমেই জানিয়েছিলাম, আমি মোটেই পেশাদার ফটোগ্রাফার নই। তবু আমাকে ২৫০ ডলার অফার করা হয়, তাই আমি রাজি হই।"

যদিও কাজ টা ঠিক হল কিনা এ নিয়ে এখন দ্বিধায় আছেন ফটোগ্রাফার। নবদম্পতির কথা চিন্তা করে নিজেকে অপরাধীও মনে করছেন তিনি।

সূত্র: টাইমস নাও
এমএম/এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি