ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রান্নার কড়াইয়ে চেপে বিয়ের আসরে নবদম্পতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ১৯ অক্টোবর ২০২১

ভারতের কেরালায় বন্যা পরিস্থিতি ভয়ংকর আকার নিয়েছে। এর মধ্যেই আজব কাণ্ড করে ফেলেছে সেখানকার এক নব দম্পতি। বিশাল এক রান্নার কড়াইয়ে বসে বিয়ের মন্ডপে পৌঁছায় তারা। ইতিমধ্যেই তাদের কড়াই নৌকার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

কেরালার আলাপ্পুজা জেলায় বসবাস নবদম্পতি আকাশ ও ঐশ্বর্যের। 

আগেই ঠিক করে রাখা বিয়ের লগ্ন ছিল সোমবার সকালে। কিন্তু কয়েকদিনের মেঘভাঙ্গা বৃষ্টিতে বিয়ের মন্ডপে পৌঁছানোর রাস্তা ছিলো পুরোপুরি পানির তলায়। 

কিন্তু লগ্ন পার হওয়ার আগেই যে পৌঁছাতে হবে ছাদনাতলায়! কোন উপায় না পেয়ে অবশেষে কড়াইয়ে চেপেই রওয়ানা দেয় আকাশ-ঐশ্বর্য।

এই সময়ই কেউ একজন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় ঘটনাটি। আর সঙ্গে সঙ্গেই ভিডিওটি লুফে নেয় নেটিজেনরা।

জানা যায়, স্থানীয় একটি হাসপাতালে স্বাস্হ্যকর্মী হিসেবে কাজ করেন ঐশ্বর্য-আকাশ।  

তারা জানান, দু’দিন আগেও রাস্তায় কোন পানি ছিল না। আচমকা বৃষ্টিতে সবকিছু ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে বিয়ের কাজ সম্পন্ন করতে পেরে খুশি তারা। 
সূত্র : সংবাদ প্রতিদিন
এমএম/ এসএ/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি