ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কর্মীর ছুটি চাওয়ার কারণ শুনে হতবাক বস!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ৩১ অক্টোবর ২০২১

ঘুম থেকে উঠে অফিস। আর অফিসের চাপ সামলে বাড়ি। বেসরকারি সংস্থায় কর্মরত বেশিরভাগ মানুষের জীবনযাত্রা এমনই। একঘেয়ে জীবন আর কতদিন ভাল লাগে? তাই তো মাঝেমধ্যে ছুটি নিতেই হয়। এ জন্য নানা অজুহাতও তৈরি করেন অনেকে। তাই বলে মোজা অপরিষ্কার থাকায় ছুটি? এও সম্ভব! 

সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি ছুটির আবেদনের চ্যাটিং ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। কিন মুরে নামে এক ব্যক্তি তার সঙ্গে তার অধীনস্থ কর্মীর হোয়াটসঅ্যাপ চ্যাটিংটি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

সেখানেই দেখা যায় অধীনস্থ ওই কর্মী লিখেছেন, তার প্রেমিকা নাকি মোজা কাচতে ভুলে গেছেন। আর অপরিষ্কার মোজা পরে তো অফিসে যাওয়া যায় না। তাই ছুটি প্রয়োজন তার। 
তার জুতাটিও নাকি ছেঁড়া, যে কারণে মোজা ছাড়া পরা যায় না!

এই মেসেজ পাওয়ার পর কী করবেন তা বুঝতে পারেননি বস। শেষমেশ যদিও ছুটির অনুমোদন দেন। তবে ভবিষ্যতে এমন যুক্তি দিয়ে ছুটি চাইলে দিবেন না বলেও উল্লেখ করেছেন মেসেজে।

এদিকে বিষয়টি নিয়ে অনেক নেটিজেন মন্তব্য করেছেন, ওই কর্মীকে ছুটির পাশাপাশি এক জোড়া মোজাও দেওয়া উচিত ছিল। 

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি