ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডায়াপার পরে পৃথিবীতে ফিরবেন চার মহাকাশচারী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ৬ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

গেলেন স্পেসস্যুট পরে, আর ফিরতে হচ্ছে কিনা ডায়াপার পরে! শুধু তাই নয়, ২০ ঘণ্টা ধরেই তারা ডায়াপার পরেই আছেন। এমনই এক বিরল বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন চার মহকাশচারী।

গোল বেঁধেছে একটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের টয়লেট ভেঙে যাওয়ায়।     

শনিবার নাসা জানিয়েছে, পৃথিবীর প্রায় ৪০০ কিলোমিটার উপরে প্রদক্ষিণ করা মহাকাশ স্টেশনে টানা ২০ ঘণ্টা ধরে ডায়াপার পরে রয়েছেন চার মহাকাশচারী জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির আকিহিকো হোশিদে, নাসার শেন কিমব্রো, মেগান ম্যাকআর্থার এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির থমাস পেসকাট।

এই চার মহাকাশচারীরা ছয় মাস ধরে ছিলেন মহাকাশে বিভিন্ন গবেষণা চালানোর জন্য। তাদের এবার পৃথিবীতে ফিরে আসার কথা। 

এলন মাস্কের সংস্থা স্পেস এক্স-এর ক্রু-২ মিশন রকেটে চাপিয়ে ওই চার মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনার কথা। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপণ করা সম্ভব হচ্ছে না স্পেস এক্স-এর রকেট। ফলে ডায়াপার পরে পৃথিবীতে ফিরে আসার অপেক্ষায় আছেন চার মহাকাশচারীকে!
সূত্র : আনন্দবাজার পত্রিকা অনলাইন
এএইচএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি